মৃত কোষ দূরীকরণ (Dead Skin Removal): ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ ও ধুলো-ময়লা পরিষ্কার করে, ত্বককে নিশ্বাস নিতে সাহায্য করে।ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি (Boosting Radiance): মৃত কোষ সরে যাওয়ায় ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে এবং ত্বক পলিশের মতো দেখায়।মসৃণ ও কোমল ত্বক (Smooth & Soft Skin): রুক্ষ জায়গা, যেমন কনুই, হাঁটু ও গোড়ালির শুষ্কতা কমিয়ে ত্বককে মসৃণ করে তোলে।রক্ত সঞ্চালন বৃদ্ধি (Improved Blood Circulation): স্ক্রাবিং ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা ত্বককে সতেজ রাখে।নতুন কোষ গঠন (Cell Regeneration): এটি নতুন কোষ তৈরিতে উৎসাহ জোগায়, ফলে ত্বক সজীব ও তরুণ দেখায়।লোমকূপ পরিষ্কার (Pore Cleansing): উন্মুক্ত রন্ধ্রে জমে থাকা অতিরিক্ত তেল ও ব্ল্যাকহেডস দূর করে।টোন সমান করে (Evens Skin Tone): নিয়মিত ব্যবহারে ত্বকের রঙের পার্থক্য (টোন) সমান করতে সাহায্য করতে পারে। সাধারণত সপ্তাহে ১-২ বার বডি স্ক্রাব ব্যবহার যথেষ্ট, তবে ত্বক বেশি তৈলাক্ত হলে বা ধুলোবালির সংস্পর্শে এলে সর্বোচ্চ ৩ বার ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত বা ভুলভাবে স্ক্রাব ব্যবহার করলে ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে, তাই নিয়ম মেনে ব্যবহার করা জরুরি